ডিজিটাল লটারিতে শুরু প্রাথমিক-মাধ্যমিকের অনলাইন ভর্তি

১১ জানুয়ারি, ২০২১ ১৮:১৬  
ডিজিটাল লটারির মাধ্যমে শুরু হলো সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইন ভর্তির লটারি কার্যক্রম। সফটওয়্যারের মাধ্যমে রেনডম (দৈবচয়ন) পদ্ধতিতে প্রথম থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ৭৭ হাজার ১১৪টি শূন্য আসনে শিক্ষার্থী ভর্তির জন্য নির্বাচন করা হয় স্বয়ংক্রিয়ভাবে। এছাড়া সম সংখ্যক আসনের বিপরীতে প্রকাশ করা হয়েছে অপেক্ষমাণ তালিকা। আর এর মাধ্যমেই শুরু হয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের আওতাধীন ৩৯০ টি স্কুলের অনলাইনে ভর্তি কার্যক্রম । এর আগে ওয়েব ও এসএমএস এর মাধ্যমে ভর্তিচ্ছু প্রার্থীরা আবেদন করেন ও আবেদনের ফি দেয়। ডিজিটাল অনলাইন লটারির মাধ্যমে বিভিন্ন রাউন্ডে ভর্তির ফলাফল প্রস্তুত করা হয় এবং উক্ত রাউন্ডের মধ্যে আবারও লটারি করে ১ টি রাউন্ড বাছাই করা হয় ও চূড়ান্ত ফলাফল নির্ধারণ করা হয়। সোমবার (১১ জানুয়ারি) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে লটারি কার্যক্রমে সংযুক্ত হয়ে লটারির উদ্বোধন করেছন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ৩৯০টি সরকারি স্কুলে ৫ লাখ ৭৪ হাজার ৯২৯ জন আবেদন করেছে। এর মধ্যে ৭৭ হাজার ১৪০টি আসন শূন্য রয়েছে। ডিজিটাল লটারির মাধ্যমে তাদের ভর্তি নির্বাচন করা হবে। এ প্রক্রিয়ায় সব স্কুলে এবার নানা ধরনের মেধাসম্পন্ন শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মাহবুব হোসেন। ডিজিটাল লটারির সার্বিক কারিগরি সহায়তার কাজ করেছে টেলিটক বাংলাদেশ এবং টেলিটকের সফট্ওয়্যারের যথার্থতা যাচাই বাছাই করেছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল।